
চোখ পিট্ পিট্ ছানা বড়া
লক্ষ্মী পেঁচার ঝি,
ভোরের বেলা কলুঙ্গিতে
দেখতে পেয়েছি।
জানালা খুলে কাছে গেলাম
উড়ে গেল গাছে,
কাক-পাঁচিরা ঘিরে ফেলল
উড়ে পালায় পাছে।
জানালা যদি না খুলতাম
থাকত সুখে ঘরে,
প্রাগের ভয়ে লক্ষ্মী আমার
অনেক লড়াই করে,
উড়ে উড়ে কলস গিয়ে
বোরোজের ভিতরে।
রাতের বেলা আবার দেখি,
লক্ষ্মী ফিরেছে,
ক্লান্ত অবসন্ন হয়ে—
সেই কালুঙ্গিতেই বসেছে।
এমনি করে প্রায় বছর দেড়েক
ছিল আমার ঘরে,
জানালার উপর কাঁচ বসাতে
দুঃখে চলে গেছে কোন সুদূরে?
লক্ষ্মী আমার চলে যেতে
শান্তি নেইকো মনে,
যখন-তখন লক্ষ্মীর ছবি
ভাসে ক্ষণে ক্ষণে।
লক্ষ্মী পেঁচার ঝি,
ভোরের বেলা কলুঙ্গিতে
দেখতে পেয়েছি।
জানালা খুলে কাছে গেলাম
উড়ে গেল গাছে,
কাক-পাঁচিরা ঘিরে ফেলল
উড়ে পালায় পাছে।
জানালা যদি না খুলতাম
থাকত সুখে ঘরে,
প্রাগের ভয়ে লক্ষ্মী আমার
অনেক লড়াই করে,
উড়ে উড়ে কলস গিয়ে
বোরোজের ভিতরে।
রাতের বেলা আবার দেখি,
লক্ষ্মী ফিরেছে,
ক্লান্ত অবসন্ন হয়ে—
সেই কালুঙ্গিতেই বসেছে।
এমনি করে প্রায় বছর দেড়েক
ছিল আমার ঘরে,
জানালার উপর কাঁচ বসাতে
দুঃখে চলে গেছে কোন সুদূরে?
লক্ষ্মী আমার চলে যেতে
শান্তি নেইকো মনে,
যখন-তখন লক্ষ্মীর ছবি
ভাসে ক্ষণে ক্ষণে।
9