
সান বাঁধানো ঘাটের ধারে
কোটর কোটর আছে,
তার ভিতরে মাছ-রাঙা ঐ
ডিমটি পড়েছে।
ঘাটের ধারে গেলেই দেখি,
মুখের ভেতর মুখ,
বাবা-মা মিলে খাওয়ায়
কতই না পাই সুখ!
যত্ন করে রেখে দিয়ে
বাবা-মা যায় কাজে,
খাওয়ায়-দাওয়ায় এনে খাওয়ায়
আবার মাঝে-মাঝে।
ওদের দেখে শেখা উচিত
আমরা মানুষ জাতি,
নিজের কাজ ফেলে রেখে
পরের কেন করি ক্ষতি?
কোটর কোটর আছে,
তার ভিতরে মাছ-রাঙা ঐ
ডিমটি পড়েছে।
ঘাটের ধারে গেলেই দেখি,
মুখের ভেতর মুখ,
বাবা-মা মিলে খাওয়ায়
কতই না পাই সুখ!
যত্ন করে রেখে দিয়ে
বাবা-মা যায় কাজে,
খাওয়ায়-দাওয়ায় এনে খাওয়ায়
আবার মাঝে-মাঝে।
ওদের দেখে শেখা উচিত
আমরা মানুষ জাতি,
নিজের কাজ ফেলে রেখে
পরের কেন করি ক্ষতি?
10