দিন

মুচকি হেসে বলছে এসে,
সোনা-রোদের দিন,
খেলনা সাথে, খোকা-খুকু,
এক একা কাটে নিশিদিন।
তোদের কেমন পড়া-আঁকা,
ছুটোছুটি, বস্ত সারাদিন,
একা আমি পড়ে থাকি
বাঁচব কতদিন?
খোকা-খুকু আয়না ছুটে,
করি লুটোপুটি,
দুঃখ-ব্যথা ভুলে গিয়ে
কাটাই পুজোর ছুটি।
আয়না তোরা
মালা গাঁথি, ফুল তুলি,
গল্প বলি-দাদু-ঠাকুমার ঝুলি!
ভালো থাকি—এই কটা দিন।
সোনা-রোদের দিন,
খেলনা সাথে, খোকা-খুকু,
এক একা কাটে নিশিদিন।
তোদের কেমন পড়া-আঁকা,
ছুটোছুটি, বস্ত সারাদিন,
একা আমি পড়ে থাকি
বাঁচব কতদিন?
খোকা-খুকু আয়না ছুটে,
করি লুটোপুটি,
দুঃখ-ব্যথা ভুলে গিয়ে
কাটাই পুজোর ছুটি।
আয়না তোরা
মালা গাঁথি, ফুল তুলি,
গল্প বলি-দাদু-ঠাকুমার ঝুলি!
ভালো থাকি—এই কটা দিন।
11