
লো যাই, চলে যাই—
ফুলের বেসে ফুলের দেশে
ফুলের বনে বনে।
ফুলের মধু খাব আমরা
নাচব খুশি মনে।
দিদিমণির সাথে আমরা
বন-ভোজনে যাই,
খাই-দাই নাচি-গাই
চিন্তা কিছুই নাই।
দিদিমণি বলেন—
সাহিত্যে প্রকাশ, ভাষাই জীবন,
অঙ্ক সবার প্রাণ;
দুইয়ে দুইয়ে মিলে
স্বর্ণ সম স্থান।
ফুলের বেসে ফুলের দেশে
ফুলের বনে বনে।
ফুলের মধু খাব আমরা
নাচব খুশি মনে।
দিদিমণির সাথে আমরা
বন-ভোজনে যাই,
খাই-দাই নাচি-গাই
চিন্তা কিছুই নাই।
দিদিমণি বলেন—
সাহিত্যে প্রকাশ, ভাষাই জীবন,
অঙ্ক সবার প্রাণ;
দুইয়ে দুইয়ে মিলে
স্বর্ণ সম স্থান।
12