
ছোট মেয়ে মিনি,
দু-পাশে দুই বিনুনি,
পায়ে সুনপুর পয়ে
চলছে রিনিঝিনি।
হাতে তার খেলনা পুতুল,
উড়ো উড়ো দোদুল-দুল।
মেঠো পথ ধরে
গানের সুরে সুরে
শারদীয়া মেলায়—
চলছে জনে জনে,
দুঃখ-ব্যথা ভুলে
হাসি-খুশি মনে।
মিনি বলে, মাগো,
জিলিপির ভাজা খাবো,
মা তারে কয়,
সঙ্গে এতো জন,
পয়সা আছে কম
কালকে, খাবে তখন।
মিনির মন-দুখে জর্জর
আঁখি দুটি-জলে ভর ভর।
অ্যাসিডেন্ট করে
বাবা গেছে মরে,
মা করে লোকের বাড়ি কাজ।
পয়সা ছিল যা,
খরচ হয়েছে আজ।
কি করবে মা,
ভেবে পায়নি তা।
দুঃখে ফাটে বুক
রোজগারী আগে ছিল
কতই ছিল সুখ !
মিনি ছোট্ট মেয়ে,
আগে পেয়ে পেয়ে
বোঝে না তো কিছু;
কেঁদে কেঁদে হাঁটছে
মায়ের পিছু পিছু।
দাদার বয়স দশ,
পড়াশোনা ফেলে
গেছে রাজমিস্ত্রি চল।
সোনা-রূপার কাজ,
স্বপ্ন শেষ আজ
হতাশা বুকের মাঝ।
দু-পাশে দুই বিনুনি,
পায়ে সুনপুর পয়ে
চলছে রিনিঝিনি।
হাতে তার খেলনা পুতুল,
উড়ো উড়ো দোদুল-দুল।
মেঠো পথ ধরে
গানের সুরে সুরে
শারদীয়া মেলায়—
চলছে জনে জনে,
দুঃখ-ব্যথা ভুলে
হাসি-খুশি মনে।
মিনি বলে, মাগো,
জিলিপির ভাজা খাবো,
মা তারে কয়,
সঙ্গে এতো জন,
পয়সা আছে কম
কালকে, খাবে তখন।
মিনির মন-দুখে জর্জর
আঁখি দুটি-জলে ভর ভর।
অ্যাসিডেন্ট করে
বাবা গেছে মরে,
মা করে লোকের বাড়ি কাজ।
পয়সা ছিল যা,
খরচ হয়েছে আজ।
কি করবে মা,
ভেবে পায়নি তা।
দুঃখে ফাটে বুক
রোজগারী আগে ছিল
কতই ছিল সুখ !
মিনি ছোট্ট মেয়ে,
আগে পেয়ে পেয়ে
বোঝে না তো কিছু;
কেঁদে কেঁদে হাঁটছে
মায়ের পিছু পিছু।
দাদার বয়স দশ,
পড়াশোনা ফেলে
গেছে রাজমিস্ত্রি চল।
সোনা-রূপার কাজ,
স্বপ্ন শেষ আজ
হতাশা বুকের মাঝ।
13