ফুল

আমরা, গাছের ছোটো ছোটো ফুল,
এ-গাছে, ও-গাছে করি লুটোপুটি
হাসিতে খুশিতে দুলি
দোদুল-দোদুল দুল।
সোনালী-রূপালী
কত-রঙে ফুটে উঠি,
লতাদের সাথে এ-গাছে, ও গাছে জড়াই
তারাদের সাথে করি ছুটোছুটি।
“আমাদের শরীর-মন নরম তুল তুল,
চলতে পথ-যদি করি কোনো ভুল?
তোমরা আমাদের ছিঁড়ে ফেলো না,”
তোমাদেরই গলার হার হয়ে
সৌরভ-গৌরবে দুলব আমরা
দোদুল-দোদুল দুল।
এ-গাছে, ও-গাছে করি লুটোপুটি
হাসিতে খুশিতে দুলি
দোদুল-দোদুল দুল।
সোনালী-রূপালী
কত-রঙে ফুটে উঠি,
লতাদের সাথে এ-গাছে, ও গাছে জড়াই
তারাদের সাথে করি ছুটোছুটি।
“আমাদের শরীর-মন নরম তুল তুল,
চলতে পথ-যদি করি কোনো ভুল?
তোমরা আমাদের ছিঁড়ে ফেলো না,”
তোমাদেরই গলার হার হয়ে
সৌরভ-গৌরবে দুলব আমরা
দোদুল-দোদুল দুল।
19