
যা চলে যা ময়না-টিয়ে,
তোতা পাখি উড়ে,
সোনার খাঁচায় রাখবে ধরে
পায়ে শিকল দিয়ে।
নতুন নতুন খাবার-দাবার,
শেখাবে কতই বুলি,
আকাশে আর উড়বি না রে,
খুশির ডানা মেলি।
রাজার ঘরের সোনার খাঁচায়,
সোনার শিকল বাঁধায়,
সব হারিয়ে পড়বি তখন
মরণ গোলক ধাঁধায়।
তোতা পাখি উড়ে,
সোনার খাঁচায় রাখবে ধরে
পায়ে শিকল দিয়ে।
নতুন নতুন খাবার-দাবার,
শেখাবে কতই বুলি,
আকাশে আর উড়বি না রে,
খুশির ডানা মেলি।
রাজার ঘরের সোনার খাঁচায়,
সোনার শিকল বাঁধায়,
সব হারিয়ে পড়বি তখন
মরণ গোলক ধাঁধায়।
20