আমার সোনার গাঁ

golden-village
ঐ যে দূরে মাঠের পারে
আমার সোনার গাঁ,
সেখানে আছে ছোট কুঁড়েয়,
রাম-রোহিমের মা।

রামের পাশে রোহিম বসে
খায় দানা-পানি,
একই মায়ের দুটি-সন্তান
নেইকো হানাহানি।

খড়ের চালের ফুঁটো দিয়ে
জোৎস্না করে আলো,
বিশ্ব-ভুবন জুড়ে ব্যথা
ঘুচায় মায়ের কালো।
23

কুসুম কলি

সূচিপত্র