নির্যাস

পদ্মাবতী সামন্ত
“নির্যাস” একটি চিন্তাশীল প্রবাদসংকলন, যা জীবনের প্রতিটি ধাপে প্রেরণা, দিশা ও আত্মউন্নয়নের বার্তা বহন করে সহজ ভাষায়।
image of a butterfly
“পশুর ধর্ম নয়। মানব ধর্ম পালন করো।”
-পদ্মাবতী সামন্ত
“দুর্গম পথ অধ্যবসায় ছাড়া, মণির সন্ধান মেলে না।”
-পদ্মাবতী সামন্ত
“দুর্জনের চিন্তা-ভাবনা উদ্ভট, সহজ-সরল জিনিষকে পাকায়ে পাকায়ে করে জট ।”
-পদ্মাবতী সামন্ত
“দুর্জনেরা মন্দকেই ভালো দেখে, ভালোকেই দেখে মন্দ ।”
-পদ্মাবতী সামন্ত
“সজ্জন ব্যাক্তিদের বিন্দুমাত্র ভুল হলেই, অনুতাপের বানে জর্জরিত হয় ।”
-পদ্মাবতী সামন্ত
“নিন্দুকের সব হারিয়ে যায়-ঈর্ষায়, অসামাজিকতায়, অপদার্থতায় ।”
-পদ্মাবতী সামন্ত
“কামুকের সব হারিয়ে যায়, কামান্ধদের প্রথমে কিছু সুখ হলেও জীবন বিপর্যস্ত কামান্ধতায়।”
-পদ্মাবতী সামন্ত
“ছেলে মেয়ে পার হয়ে যায়-পরিবেশের প্রভাব ও নিঃসঙ্গতায়।”
-পদ্মাবতী সামন্ত
“রূপের ধাঁধা গোলক ধাঁধা, তাতে আছে কাঁটার বাধা,
সহিতে পারলে থাকবে ধরে, নইলে, অকালে যাবে মরে।
কামিনী-কাঞ্চন মুক্ত না হলে, মুক্তা ফেলে-কাঁচ নেবে হীরে বলে,
অনিত্য সুখে বিহ্বল হলে, সব হারিয়ে-অকালেই যাবে চলে ।”
-পদ্মাবতী সামন্ত
“স্বামী-স্ত্রীর সুসম্পর্ক হারিয়ে যায়, পরস্পর ভুল বোঝা পড়া ও অসহযোগিতায় ।”
-পদ্মাবতী সামন্ত
“সংসার রসাতলে যায় – গৃহিণীর অদূরদর্শিতায় ও বিলাসিতায় ।
সম্মানের চরম শিখরে ওঠা যায় , জ্ঞান বোধ ও জ্ঞানের গভীরতায় ।”
-পদ্মাবতী সামন্ত
“প্রেম- অমূল্য রতন, প্রেম সুধাময় যে প্রেম সুধা পান করে, সে চির-অক্ষয় অমর হয় ।”
-পদ্মাবতী সামন্ত
“যেখানে যত আলোর রোশনাই,
পিছেনে তার তত গাঢ় অন্ধকার ভষ্মছাই।”
-পদ্মাবতী সামন্ত
“রূপ-যৌবন নিশির স্বপন, দিন চারেকের মতন,
যৌবন জীবনের রতন, তাকে যত্ন করো মণির মতন,
বাঁধা বন্ধন হলে হারা, অতি দ্রুত যাবেেই মারা ।”
-পদ্মাবতী সামন্ত
“নিজের দোষ ঢাকতে যে নির্দোষীকে দোষারোপ করে,
তার সাজা সুদে-আসলে তোলো থাকে, জন্ম-জন্মান্তরে ।”
-পদ্মাবতী সামন্ত
” কু সংসর্গ, পৃথিবীর যা কিছু কু আছে, তার মধ্যে প্রবেশ করে জানবে, শিখবে,
অভিজ্ঞতা সঞ্চয় করবে, কিন্তু নিজে সর্বদাই দূরে থাকবে, কু থেকেও শেখার আছে।
(সু কু) দুই মিলে সম্পূর্ণ শিক্ষালাভ। কু-এর সঙ্গে থাকবে সম্ভাব। সাহসই শক্তির
পরিচয়।”
-পদ্মাবতী সামন্ত
” মন কারো বশ্যতা স্বীকার করে না।
সে সর্বদাই স্বাধীন, সে আপন সুখে-দুঃখে মহিমান্বিত, সুমজ্জ্বল, বিরাজমান।
বল প্রয়াগে দেহকে বাঁধা যায়, দেহের মৃত্যু হয়।
মনকে প্রেমের, স্নেহের মায়ায়, ভালোবাসার বন্ধন ছাড়া,
আর কোন বন্ধনে বাঁধা বা বন্দি করা যায় না।”
-পদ্মাবতী সামন্ত